ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মওদুদ আহমদ নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতির পথ রচনা করে গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
মওদুদ আহমদ নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতির পথ রচনা করে গেছেন আব্দুল কাদের মির্জা।

নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, মওদুদ সাহেব এই এলাকার উন্নয়ন ও অগ্রগতির পথ রচনা করে গেছেন, এটা অস্বীকার করার জো নাই। মিথ্যার বেশাদ দিয়ে আমরা রাজনীতি করি না।

 
 
বুধবার (১৭ মার্চ) রাতে বসুরহাট পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা কাদের বলেন, আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। মওদুদ আহমদ সাহেব আজ আমাদের মাঝে বেঁচে নেই। তার লেখা বই আমি পড়েছি।  

তিনি আরো বলেন, আমি বাস্তব কথা বলতে গেলে অনেকে নাখোশ হয়। আজকে আমি সত্যের পথে কথা বলছি। আজকে কোম্পানীগঞ্জে যে অপরাজনীতি চলছে তা বন্ধ করতে হবে। এখানে যা চলছে তা কোনোভাবেই চলতে দেওয়া যায় না।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।