ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সরাইলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
সরাইলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।  

শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আসেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকরা। ফুল দেওয়ার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ফেরার পথে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।  

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।