ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সুবর্ণজয়ন্তীতে রক্তপাত জাতির কলঙ্কজনক অধ্যায়: রব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
সুবর্ণজয়ন্তীতে রক্তপাত জাতির কলঙ্কজনক অধ্যায়: রব

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সমাবেশ মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাকে কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার।

শনিবার (২৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

জাসদ নেতারা বলেন, সুবর্ণজয়ন্তীতে রক্তপাত জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সম্মান জানিয়ে নাগরিকের মূল্যবান জীবন সুরক্ষায় সরকারকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কোনো ইস্যুকে কেন্দ্র করে অতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে সহিংসপন্থায় বিক্ষোভ দমনের পদ্ধতির অবশ্যই পরিবর্তন আনতে হবে। শান্তিপূর্ণ সমাবেশে রক্তাক্ত, দমন-পীড়ন নিপীড়ন কোনোভাবেই গ্রহণীয় হতে পারে না। সরকারের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে সহিংসভাবে দমনের প্রবণতা কোনোক্রমেই মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না।

তারা বলেন, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে বিক্ষোভ হলেই তা সহিংসভাবে দমন করা হচ্ছে। আমাদের সংবিধানে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার অন্তর্ভুক্ত আছে। সরকারকে অবশ্যই সংবিধানের প্রতিশ্রুতিকে সম্মান জানাতে হবে। শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের রক্ষা করতে হবে এবং বেআইনি ও অত্যধিক বলপ্রয়োগ করে মূল্যবান প্রাণহানি ঘটনোর প্রচেষ্টা থেকে বিরত থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।