ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

২ এপ্রিল দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
২ এপ্রিল দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ  ছবি: শাকিল

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গত শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে কয়েকজন নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে আগামী সোমবার (২৯ মার্চ) দোয়া মাহফিল ও ২ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম।

তিনি বলেন, নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও গ্রেফতারদের মুক্তি এ দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে তারা দু’দিন পর পরবর্তী কর্মসূচি দেবেন।

এর আগে বিকেলে মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে আরও ২৪ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেন। কিন্তু পরবর্তীসময়ে তারা এ ঘোষণা থেকে সরে দোয়া মাহফিল ও বিক্ষোভ কর্মসূচি দেন।

আরও পড়ুন>> জাতীয় পতাকা হাতে নিয়ে হেফাজত কর্মীদের বিক্ষোভ!
** ফেনীতে হরতালের সমর্থনে মিছিল, যান চলাচলে বাধা
** সিলেটে সকাল থেকেই সড়কে হেফাজতের নেতাকর্মীরা
** নারায়ণগঞ্জে হরতালে অচল নগরী
** মোড়ে মোড়ে পুলিশ, টহলরত র‌্যাব
** বায়তুল মোকাররমে সংঘর্ষ, অজ্ঞাত আসামি ৭০০
** নারায়ণগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ ২, ৪ গাড়িতে আগুন
** লাঠি দিয়ে ওসির মাথা ফাটালো পিকেটাররা
** ব্রাহ্মণবাড়িয়ায় চলছে তাণ্ডব
** সোনারবাংলায় ইট-পাটকেল নিক্ষেপ, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
** চট্টগ্রামে হেফাজতের হরতালে সাড়া নেই
** পটিয়ায় মহাসড়ক অবরোধ করে হেফাজতের বিক্ষোভ 
** হাটহাজারীতে হেফাজত ঠেকাতে মাঠে আওয়ামী লীগ

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।