ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আজমিরীগঞ্জে পুলিশের ২ মোটরসাইকেলে আগুন, গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
আজমিরীগঞ্জে পুলিশের ২ মোটরসাইকেলে আগুন, গাড়ি ভাঙচুর

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।  

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার (২৮ মার্চ)  বেলা সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার ঝিংড়ী এলাকায় হেফাজতের কর্মীরা পুলিশের দু’টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

এ সময় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
পিকেটাররা এসময় ওসির ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে ভাঙচুর করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেফাজতের প্রায় এক হাজার নেতাকর্মী আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের ঝিংড়ী এলাকায় পিকেটিং করতে আসেন। তারা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য এবং হেফাজতে ইসলামের কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় হেফাজতের কর্মীরা আজমিরীগঞ্জ থানা পুলিশের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এসময় ওসির ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে বলেন, আমি ও আমার চার সহকর্মী আহত হয়েছি। আমরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে বলেও তিনি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।