ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপার বছরব্যাপী অনুষ্ঠান উদ্বোধন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপার বছরব্যাপী অনুষ্ঠান উদ্বোধন মঙ্গলবার

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন করবে জাতীয় পার্টি (জাপা)।  

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৩টায় যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারে বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

রোববার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সভায় অংশ নেবেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।