ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শবে বরাতের ফজিলতে আল্লাহ যেন করোনা থেকে আমাদের রক্ষা করেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
শবে বরাতের ফজিলতে আল্লাহ যেন করোনা থেকে আমাদের রক্ষা করেন

ঢাকা: ভাগ্য রজনী শবে বরাত উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

সোমবার (২৯ মার্চ) এক অভিনন্দন বার্তায় এ মহিমান্বিত রাত উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর-এর প্রতি শুভেচ্ছা জানান তিনি।

অভিনন্দন বার্তায় জি এম কাদের বলেন, মহান এ রাতের ফজিলতে রাব্বুল আলামিন যেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ছোবল থেকে বাংলাদেশসহ সারা পৃথিবীকে রক্ষা করেন। বাংলাদেশের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, করোনা ভাইরাসের নতুন ঢেউ আমাদের দেশসহ সারা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। সবাই অজানা এই শত্রু মোকাবিলায় জমায়েত এড়িয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। সম্ভব হলে ঘরে থেকেই পরম শ্রষ্টার ইবাদতে মশগুল থাকুন।

মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে জি এম কাদের বলেন, পবিত্র শবে বরাতের মহিমান্বিত রাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষণ করুন। পূণ্যময় রাতে আল্লাহ যেন কবুল করেন আমাদের অকৃত্রিম ফরিয়াদ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।