ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক গ্রেফতার সাজ্জাদ সরকার

জামালপুর: হেফাজতের আন্দোলনকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দেওয়ার দায়ে জামালপুরের বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাজ্জাদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) বিকেলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হেফাজতের আন্দোলনকে সমর্থন করে ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দেওয়ায় নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম আমিন সাদ্দামের দায়ের করা মামলায় রোববার (২৯ মার্চ) দিনগত রাতে নিজ বাড়ি থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। সাজ্জাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাটি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।