ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আইসিইউতে রুহুল কবির রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
আইসিইউতে রুহুল কবির রিজভী ফাইল ফটো

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ও অক্সিজেন লেবেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

এর আগে সকালে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বাংলানিউজকে বলেছিলেন, গত বুধবার (৩১ মার্চ) তৃতীয়বার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে শারীরিক অবস্থা ভালো ছিল। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।

গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।