ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক ফিরোজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক ফিরোজ

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বাম গণতান্ত্রিক জোট থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, কমরেড বজলুর রশীদ ফিরোজ (১ এপ্রিল) থেকে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।  
 
কমরেড বজলুর রশীদ ফিরোজ স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি কারারুদ্ধ হন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ডাকসুর সদস্য ছিলেন। বর্তমানে তিনি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ