ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যুব সংহতির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
যুব সংহতির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় যুব সংহতি কখনও পিছপা হবে না। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় যুব সংহতি দুর্বার বেগে এগিয়ে যাবে।

মানুষের আস্থা ও ভালোবাসার সংগঠন জাতীয় যুব সংহতিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (২ এপ্রিল) সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শাহরিয়ার আসিফ এসব কথা বলেন।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন- জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন হেলাল, শেখ সারোয়ার, দিন ইসলাম শেখ, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য মাইনুদ্দিন মাইনু, জিয়াউর রহমান বিপুল, মো. নজরুল ইসলাম, ওমর আলী খান মন্নাফ, আজাদ হোসেন হাজারী, শাহিন আলম, অ্যাডভোকেট আবু ওয়াহাব, সালাম হাওলাদার, কাজী শাহিন।  

এছাড়া জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে সকাল ৯টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করেন যুব সংহতির শীর্ষ নেতারা।

সকাল সাড়ে ৯টায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় যুব সংহতির নেতরা।

সকাল ১০টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।