ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

এমপি আসলামুল হক আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
এমপি আসলামুল হক আর নেই

ঢাকা: ঢাকা-১০ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাজি রাজিউন)।

রোববার (৪ এপ্রিল) দুপুরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এমপি আসলামুল হক আসলামের মৃত্যুর খবর আসে।  

প্রধানমন্ত্রী জানান, আসলামুল হক আসলাম হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এসময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, অত্যন্ত দুঃখজনক। তিনি তো সুস্থ মানুষ ছিলেন। আমরা এই সংসদের কত জনকে যে হারালাম। এই তো মানুষের জীবন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসকে/এনটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।