ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মামুনুলের পক্ষে পোস্ট, স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
মামুনুলের পক্ষে পোস্ট, স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার    ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে পোস্ট দেওয়ায় আল আলাল নামে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।   
 
বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, আলাল তার নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিলে বিষয়টি নজরে আসে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। এরপর তাকে বহিষ্কার করা হয়।
এর আগে মামুনুল হকের পক্ষে পোস্ট দিয়ে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফ‌য়েজ উদ্দিনকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
আরএ       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।