ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অসুস্থ সব নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) জোহরের নামাজের পর দেশের বিভিন্ন এলাকায় মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় সারাদেশের ধারাবাহিকতায় সোমবার বাদ যোহর নয়াপল্টন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  

দোয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজদ, শহীদুল ইসলাম বাবুল, অনিন্দ্য ইসলাম অমিত, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় সদস্য রফিক শিকদার, সালাহউদ্দিন ভুইয়া শিশির, হায়দার আলী খান লেলিন, ওমর ফারুক শাফিন, ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেসারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম, জাসাসের যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়ার আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন নয়া পল্টন জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ