ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সস্ত্রীক করোনামুক্ত বিএনপি নেতা ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
সস্ত্রীক করোনামুক্ত বিএনপি নেতা ড. মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস হোসেন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে করোনামুক্ত হয়ে তারা দুজন স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত (৩১ মার্চ) ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের দুজনকেই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তারা দুজনই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ