ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার বিতরণ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে প্রায় দেড় শতাধিক পথশিশু ও হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী এবং মাক্স বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. তৌহিদ আউয়াল এসব ইফতার সামগ্রী বিতরণ করেন বলে জানান ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।

 

এ সময় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. জামশেদ তুষার, ছাত্রদল নেতা ডা. মিজান রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. বাদশা, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. ইমরান, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. পিয়াস, ছাত্রদল নেতা ডা. মমি, ডা. তুষার, ডা. ওমর খৈয়াম, আইএইচটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাফসান, ধানমন্ডি থানা ছাত্রদল নেতা পাভেল, রাসেল, নাহিদ আকরাম প্রমুখ।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেহারি, খেজুর, আপেল, ছোলা বুট, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, আলুর চপ ও জুস।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।