ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টঙ্গীতে গ্রেফতার হওয়া কোটিপতি সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
টঙ্গীতে গ্রেফতার হওয়া কোটিপতি সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার ...

গাজীপুর: মাদক ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া টঙ্গীর কোটিপতি সেই ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে টঙ্গী থেকে মাদক ও চাঁদাবাজি মামলায় রেজাউল করিমকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

পুলিশ জানায়, রেজাউল করিমকে গ্রেফতারের পর বুধবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। এসময় বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘির এলাকার মো. হোসেন আলীর ছেলে। রেজাউল করিম  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২২৩৭, এপ্রিল ২৮, ২০২১
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।