ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দলীয় মহাসচিবের মুক্তি চায় খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
দলীয় মহাসচিবের মুক্তি চায় খেলাফত মজলিস ...

ঢাকা: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতার আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ড. আহমদ আবদুল কাদের একজন বর্ষীয়ান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।

জ্বালাও-পোড়াও রাজনীতির সঙ্গে তার দূরতম সম্পর্ক নেই। খেলাফত মজলিস নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার ড. কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে। রমজান মাসে একজন সম্মানিত ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে। আমরা অবিলম্বে ড. কাদেরের মুক্তি দাবি করছি।

বিবৃতিতে মাওলানা ইসহাক অবিলম্বে আলেম-ওলামা ও ইসলামী ব্যক্তিত্বকে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।