ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে ৫ শতাধিক মানুষের মাঝে যুবলীগের ঈদসামগ্রী বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, মে ১২, ২০২১
গাজীপুরে ৫ শতাধিক মানুষের মাঝে যুবলীগের ঈদসামগ্রী বিতরণ  ...

গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় করোনায় কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে যুবলীগ।  

বুধবার (১২ মে) বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এসব উপহারসামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগ নেতা হিরা সরকার।

তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।  

জানা গেছে, যুবলীগের নির্দেশে করোনায় সাময়িক বিপর্যস্ত মানুষের মধ্যে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এর আগেও যুবলীগ নেতা হিরা সরকার রমজান মাসে কয়েক হাজার কর্মহীন মানুষের মধ্যে রান্না করা ইফতার বিতরণ, কৃষকের ক্ষেতের ধান কাটা ও বৃক্ষরোপণসহ যুবলীগের পক্ষ থেকে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে এসেছেন। এসব ঈদ উপহারসামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি-লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ ইত্যাদি।  

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হেলাল উদ্দিন হেলু, কাউন্সিলর মো. সেলিম রহমান ও যুবলীগ নেতা রাকিবুল ইসলাম সুরুজ মিয়াসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মে ১২, ২০২১ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।