ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের খাবার দিল জেডআরএফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২৯, ২০২১
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের খাবার দিল জেডআরএফ ...

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনে অসহায় গরিব ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।  

শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর হর্টিকালচার সংলগ্ন এলাকায় জেডআরএফ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

পরে মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকা, ধানমন্ডির তাকওয়া জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।  

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে প্রায় চার শতাধিক গরিব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রকৌশলী মাহবুব আলম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকোশলী মাহমুদুর রহমান মান্না, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির মনন, ডা. সাজিদ ইমতিয়াজ, শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, আসিফ হোসেন রচিসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা,  মে ২৯, ২০২১
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।