ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ২, ২০২১
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: জাফরুল্লাহ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২ জুন) দুপুরে পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে যদি আমরা শ্রদ্ধা করি আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র মানে একদিনের ভোট না, সুশাসন। আমরা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। শুধু নির্বাচন না। চাই একটি কল্যাণকর রাষ্ট্র।

ডা. জাফরুল্লাহ বলেন, কাল জজ সাহেব ৫৪ জন ছাত্রের জামিন দেননি। আমাদের সৌভাগ্য ৭ দিনের মধ্যে আমরা রোজিনা ইসলামের মুক্তি পেয়েছি। সাত দিনও লাগা উচিত ছিল না। একদিনে জামিন পাওয়া উচিত ছিল। তৎক্ষণাৎ রায় দেওয়া উচিত ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ওহির আশায় তিনি দেরি করে জামিন দিয়েছেন।

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম আল আজাদ, বিপিপির মহাসচিব এ আর জাফরুল্লাহ চৌধুরী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মনজুরুল হক সিকদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, মো. আব্দুল কাদের ও নাজমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ০২, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।