ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ৩, ২০২১
সাতক্ষীরা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক

সাতক্ষীরা: সাবেক এমপি এ কে ফজলুল হককে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ জুন) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠি দিয়ে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি অবহিত করেন।

 

এ কে ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।  

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের মৃত্যুতে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এ কে ফজলুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ কে ফজলুল হক জেলা আওয়ামী লীগের এক নম্বর সহ-সভাপতি ছিলেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ মৃত্যুবরণ করায় জেলা আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুন ৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।