ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

উপ-নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২১ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ৪, ২০২১
উপ-নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২১ জন

ঢাকা: তিন সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনে প্রার্থিতার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ২১ জন। এ শূন্য আসন তিনটি হলো ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫।

শুক্রবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির  প্রথম দিন ২১ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম বিক্রি হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা-১৪ আসনে জন ৬, সিলেট-৩ আসনে ৭ জন এবং কুমিল্লা-৫ আসনে ৮ জন। আগামী ১০ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

ঢাকা-৫ আসনের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, ফরিদুল হক হ্যাপি, এবিএম মাজহারুল আমান। কুমিল্লা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন, এসএম জাহাঙ্গীর, সেলিম রেজা সৌরভ। সিলেট-৩ আসনের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান, সাঈদুর রহমান।
এই আসনগুলোতে আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।