ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

করোনায় মারা গেলেন কলারোয়া উপজেলা আ.লীগ নেতা খাইবার হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ৬, ২০২১
করোনায় মারা গেলেন কলারোয়া উপজেলা আ.লীগ নেতা খাইবার হোসেন ম্যাপ

সাতক্ষীরা: করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক খাইবার হোসেন (৭৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৬ জুন) সকালে সাতক্ষীরা সিবি হাসপাতালে তিনি মারা যান।

গত চারদিন থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

খাইবার হোসেন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা ও ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এসআরএস 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।