ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

১৪ জুলাই উপ-নির্বাচন না করতে ইসিকে স্মারকলিপি দেবে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ৭, ২০২১
১৪ জুলাই উপ-নির্বাচন না করতে ইসিকে স্মারকলিপি দেবে জাপা

ঢাকা: আগামী ১৪ জুলাই জাতীয় সংসদের উপ-নির্বাচন না করতে প্রধান নির্বাচন কমিশনারকে (ইসি) মঙ্গলবার (৮ জুন) স্মারকলিপি দেবে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকীর দিনে ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে ভোট গ্রহণ না করতে অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে (আগারগাঁও) আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

এ সময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা এবং সহযোগী সংগঠনের নেতা উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।