ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

করোনায় মৃত্যু সরকারি হিসাবের চেয়ে বেশি: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ১২, ২০২১
করোনায় মৃত্যু সরকারি হিসাবের চেয়ে বেশি: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি তথ্যে করোনা ভাইরাসে মৃত্যু ১৩ হাজার ছাড়ালেও বাস্তবে তা অগণিত।

শনিবার (১২ জুন) এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, সরকারি তথ্যে করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়ালেও বাস্তবে তা অগণিত। যুক্তরাষ্ট্রের সিডিসি বাংলাদেশকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ বলেছে। দেশব্যাপী করোনা ব্যাপক হারে ছড়িয়েছে। গণটিকা কর্মসূচিও বন্ধ। জীবন-জীবিকা বাঁচাতে বৈশ্বিক মহামারির দ্বিতীয় ঢেউয়েও সরকার অপ্রস্তুত, ব্যর্থ। মানুষ এর জবাব চায়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ১২, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।