ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দুই ডোজ নিয়েও দ্বিতীয়বার করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ১৭, ২০২১
দুই ডোজ নিয়েও দ্বিতীয়বার করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

ঢাকা: দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার (১৬ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

 

তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি রাজধানীর আরেকটি হাসপাতালে করোনা টেস্ট করতে দিয়েছেন।  

এর আগে গত বছর তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। বাহাউদ্দিন নাছিম করোনা ভাইরাসের টিকার দু’টি ডোজ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।