ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলালের পদ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
ফেনী ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলালের পদ স্থগিত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার আনীত অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে তার সাংগঠনিক পদ-পদবী স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।