ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিপিসি’র ভার্চ্যুয়াল বিশ্ব সম্মেলনে যোগ দেবেন রাজনীতিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
সিপিসি’র ভার্চ্যুয়াল বিশ্ব সম্মেলনে যোগ দেবেন রাজনীতিকরা

ঢাকা: কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) উদ্যোগে মঙ্গলবার (৬ জুলাই) ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ জুলাই) কমিউনিস্ট পার্টি অব চায়নার আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) বরাত দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ভার্চ্যুয়ালি ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।  

কমিউনিস্ট পার্টি অব চায়নার ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিসির আন্তর্জাতিক বিভাগ (আইডিসিপিসি) এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জনগণের কল্যাণ: রাজনৈতিক দলের ভূমিকা। ’ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উত্থাপন করবেন কমিউনিস্ট পার্টি অব চায়নার সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রেসিডেন্ট কমরেড শি জিংপিং।

এ সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ শতাধিক শীর্ষ নেতা এবং ১০ সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনে কমিউনিস্ট পার্টি অব চায়নার বন্ধুপ্রতীম দল হিসেবে বাংলাদেশ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।