ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় ২শ গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
উল্লাপাড়ায় ২শ গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক আটক আতিক জামান ডেভিড সরকার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২শ গাঁজার গাছসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকারকে (৪১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।  

রোববার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণে ২শ গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

 

আটক আতিক জামান ডেভিড সরকার উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

সোমবার (১২ জুলাই) ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে অভিযান চালিয়ে ২শটি গাঁজা গাছসহ ডেভিট সরকারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ডেভিট সরকারকে থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।