ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেফতার

ঢাকা: বিদেশি অস্ত্র ও গুলিসহ রাজধানীর শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার ( ১২জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন,  আমরা কোনো দলীয় পরিচয় দেখে কাউকে গ্রেফতার করি না। কোনো নেতাকে গ্রেফতার করিনি। উজ্জ্বল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট  তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪   (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার মেজর মো. কামরুল সোহেল অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন।

উজ্জ্বলের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।