ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতারা আইনের তোয়াক্কা করেন না: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
বিএনপি নেতারা আইনের তোয়াক্কা করেন না: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা ‘বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’ বলে বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করেন না।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) তার বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের উত্তরে তিনি এ কথা বলেন।

‘বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

ঢাকা শহরে বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরিবহন মালিক শ্রমিকদের আবারও অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, কথা দিয়ে কথা রাখুন। শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। আপনাদের সিদ্ধান্ত, আপনারাই কেন লঙ্ঘন করছেন?

আরও পড়ুন: ১৮ ডিসেম্বর শোভাযাত্রা করবে আ.লীগ

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।