ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভোলায় পুলিশের বাধার মুখে যুবলীগ যুবদলের সভা পন্ড

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ভোলা : ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বাধার মুখে উপজেলা যুবলীগ ও যুবদলের একই স্থানে ডাকা সভা পণ্ড হয়ে গেছে।

এ ঘটনা নিয়ে উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাসিম কাজী বলেন, ‘আমরা অনেক আগে থেকেই উপজেলা যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী সভা ডেকেছিলাম। এ উপলে শহরের চিত্রমনি হল সংলগ্ন মাঠে প্যাণ্ডেলও তৈরি করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। কিন্তু উপজেলা যুবলীগ আমাদের সভা পণ্ড করার জন্য একই স্থানে সভা ডাকে। পুলিশও সভা করতে বাধা দেয়। ’

উপজেলা পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘যুবদল আমাদের কিছু না জানিয়ে সভা ডেকেছে। তাদের জন্য আজ যুবলীগের সভা বানচাল হয়ে গেছে। পুলিশও সভা করতে বাধা দিয়েছে।

এ ব্যপারে বেরাহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, ‘একই স্থানে দু’দলের সভা হতে পারে না। তাই উভয় দলকে রোববার গভীর রাতে ডেকে সভা না করার জন্য বলা হয়েছিল। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম উভয় দলকে সভা করতে বাধা দেওয়ার কথা শিকার করে বলেন, ‘সভা করার জন্য উভয় দলই আবেদন করেছিল। একই স্থানে সভা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় তাদের সভা করতে দেওয়া হয়নি। ’

বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad