ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সার্চ কমিটির কাছে ১০ জনের নাম দিল ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
সার্চ কমিটির কাছে ১০ জনের নাম দিল ওয়ার্কার্স পার্টি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্য অনুসন্ধান কমিটির কাছে ১০ জনের নাম পাঠিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জীবন বৃত্তান্তসহ নামের তালিকা পৌঁছে দেওয়া হয়। এছাড়াও ই-মেইলেও ঐ সব নাম ও জীবন বৃত্তান্ত পাঠানো হয়।

এর আগে গতকাল পার্টির পলিটব্যুরোর বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে অনুসন্ধান কমিটি নির্ধারিত নামসমূহ গণমাধ্যমে প্রকাশ করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আশা প্রকাশ করে যে, সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমে দেওয়া মতামতের ভিত্তিতে অনুসন্ধান কমিটি সে ধরণের নামই প্রস্তাব করবেন যাতে রাষ্ট্রপতি একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আরকেআর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।