ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

জামায়াত নেতা কামারুজ্জামানের মুক্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মুক্তি দাবি করা হয়েছে। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দপ্তর থেকে পাঠানো একটি বিবৃতিতে এ দাবির কথা জানানো হয়।

 

সংগঠনের প্রচার বিভাগ সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলমের পাঠানো একটি সংবাদ বিঞ্জপ্তিতে বিবৃতিটির উল্লেখ করে বলা হয়, শেরপুরের বিভিন্ন শ্রেণীর শ্রমজীবী মানুষ ও নেতৃবৃন্দ এ দাবি করেছেন।

বিবৃতিতে বলা হয়, মুহাম্মদ কামারুজ্জামান যে কোন দুযোর্গ মুহুর্তে শেরপুরে শ্রমজীবী মানুষের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ব্যক্তিগতভাবে একজন ভাল মানুষ বলেই তার নির্শত মুক্তি দাবি করা হচ্ছে।

বিবৃতিতে তারা বলেন, যদি অবিলম্বে মুক্তি দেয়া না হয় তাহলে এই নেতার মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলা হবে।

বিবৃতিতে অর্ধশতাধিক শ্রমজীবী মানুষের নাম ও স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ সময় ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।