ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
মাগুরা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটক ৯

মাগুরা: মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (২৩ মে) বেলা ১২টার দিকে শহরের ভায়না এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন জানান, খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর পুলিশি হয়রানি ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ভায়না এলাকা থেকে একটি মিছিল বের করলে পুলিশ সেখান থেকে ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, মিছিলের প্রস্তুতিকালে পুলিশ শহরের ভায়না মোড় এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ আটক করেছে। রহিম ও সবুজসহ আটকদের অনেকের নামে আগেই একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।