ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকার প্রকাশ্য ঘোষণা দিয়ে দুর্নীতি করছে- দেলোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
সরকার প্রকাশ্য ঘোষণা দিয়ে দুর্নীতি করছে- দেলোয়ার

ঢাকা: সরকার প্রকাশ্য ঘোষণা দিয়ে দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের দুর্নীতি শোষণ ও নির্যাতনে গণতন্ত্রের ভবিষ্যত কোনপথে’- শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।



খোন্দকার দোলোয়ার বলেন, ‘আমরা এখানে মুক্ত আলোচনা করছি। আর সরকার ওদিকে মুক্ত দুর্নীতি শুরু করছে। এ কাজ তারা অনেক আগে থেকেই শুরু করেছে। ’
 
সোমবার প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. সৈয়দ মোদাচ্ছের আলী এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘দলীয় পরিচয় ছাড়া কোনো জায়গায় কাউকে নিয়োগ করা হবে না। ’ এ বক্তব্যের প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার বলেন, ‘তারা সর্বক্ষেত্রেই দলীয়করণ করছে। জাতির পিতার নাম বলতে পারলেই তাদেরকে কোয়ালিফাইড হিসেবে ধরে নিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির পদ সকল প্রশ্ন ও বিতর্কের ঊর্ধ্বে।   তিনি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারেন। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে খুনের আসামিদের মাফ করে দেওয়ার বিষয়টি গণতন্ত্র ও ন্যায় বিচারের পরিপন্থী। ’

বিএনপি মহাসচিব দেলোয়ার বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি কোনো দয়ার ফসল নয়। দেশের জনগণ ও বিএনপি আন্দোলন করে তাদের মুক্ত করেছে। ’

তিনি বলেন, ‘আন্দোলন ছাড়া কোনো কিছুই পাওয়া যাবেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাহক দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমেই এ স্বৈরাচারী শাসকের হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে। কারণ, জনগণ এ  স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি চায়। ’

জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ ।

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।