ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সাড়ে ৯ বছর পর হালুয়াঘাট আ.লীগের কমিটি, সভাপতি এমপি জুয়েল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ১, ২০২২
সাড়ে ৯ বছর পর হালুয়াঘাট আ.লীগের কমিটি, সভাপতি এমপি জুয়েল 

ময়মনসিংহ: সর্বশেষ ২০১৩ সালে গঠিত হয়েছিল গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের কমিটি।  

ওই কমিটির নেতৃত্বে ছিলেন প্রয়াত প্রতিমন্ত্রী অ‍্যাডভোকেট প্রমোদ মানকিন ও খোরশেদ আলম ভূইয়া।

 

গত কয়েক বছর আগে দু'জনই হয়েছেন প্রয়াত। সেই থেকে দেশের সীমান্তবর্তী এ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চলছিল ভারপ্রাপ্ত দিয়ে।  

অবশেষে মঙ্গলবার (৩১ মে) বিকেলে জমকালো আয়োজনের মধ‍্য দিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে এ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।  

রাতে উৎসবমুখর সম্মেলন শেষে ভারমুক্ত হয় উপজেলা আওয়ামী লীগ। ঘোষণা করা হয় সাত সদস্য বিশিষ্ট নতুন কমিটি।  

এতে প্রয়াত প্রমোদ মানকিনের স্থলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারই ছেলে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য (এমপি) জুয়েল আরেং।  

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট পৌরসভার মেয়র মো. খায়রুল আলম ভূঞা।

নবগঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশিদ, আবুল কালাম আজাদ, মোর্শেদ আনোয়ার খোকন, এম এ সুরুজ মিঞা, সম্মানিত সদস্য ফারুক আহমেদ খান ও বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ।

এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবদুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।  

এর আগে বর্ণাঢ্য এ সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ‍্যাডভোকেট মো. জহিরুল হক খোকা।  

এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এমপি অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং ও এমপি জুয়েল আরেং।  

তবে শারীরিক অসুস্থতার কারণে সম্মেলন মঞ্চে উপস্থিত না হতে পারলেও মোবাইল ফোনে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এছাড়াও সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনুসহ অনেকে।

এতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ‍্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুন ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।