ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

এবি পার্টির নিবন্ধন সংক্রান্ত ধারাবাহিক কর্মশালা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ৩, ২০২২
এবি পার্টির নিবন্ধন সংক্রান্ত ধারাবাহিক কর্মশালা

ঢাকা: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে শুক্রবার (৩ জুন) ১২টি জেলার নেতাদের নিয়ে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন কার্যক্রম তদারকি সংক্রান্ত দ্বিতীয় কর্মশালা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলাগুলোতে বিদ্যমান কমিটি, উপজেলা কমিটি, ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সদস্য সংগ্রহ অভিযান ও কার্যকর অফিসসমূহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় দলের আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী বলেন, নির্বাচন কমিশন দল নিবন্ধনের জন্য যে সমস্ত শর্ত আরোপ করেছে তার ৭৫ শতাংশ শর্ত ইতোমধ্যেই আমরা পূরণ করেছি। আমরা শর্তসমূহ সততার সঙ্গে সঠিকভাবে পূরণ করবো আপনাদের সহোযোগিতা নিয়ে। যত কঠিন শর্তই হোক আপনারা আন্তরিক ভূমিকা রাখলে অতিদ্রুতই আমরা ফরম পূরণ করে নির্বাচন কমিশনে আমরা জমা দেব ইনশাআল্লাহ।

সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, আমরা দল গঠনের পর অনেকে অনেক রকম উপহাস করেছে, তাদের সে উপহাস মাড়িয়ে এবি পার্টি ক্রমে বাস্তব একটি গতিশীল দল হিসেবে আবর্তিত হচ্ছে। দলের নিবন্ধন সম্পন্ন হলে উপহাসকারীদের কিছুটা জবাব হবে।

কর্মশালায় আরও বক্তব্য দেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, ছাত্র বিভাগের সমন্বয়ক মোহাম্মদ প্রিন্স।

অনুষ্ঠানে বিভিন্ন জেলার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর জেলা আহ্বায়ক ও পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, চট্টগাম মহানগর যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কাশেম, কক্সবাজার জেলা আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক শিকদার, সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার, রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, জামালপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, রংপুর মহানগর সদস্য সচিব মাহবুবর রহমান, জেলা সদস্য সচিব এনামুল হক, বগুড়া জেলা আহ্বায়ক গোলাম রহমান রয়েল, সদস্য সচিব এস এ জাহিদ সরকার, চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, দিনাজপুর জেলা সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, শেরপুর জেলা আহ্বায়ক শাহজাহান মল্লিক, ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, অধ্যাপক জিলানী মজুমদার, গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল রঞ্জু, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক রিয়াজুল আলম লাভলু, লালমনিরহাট জেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।