ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রামের উন্নয়নে ২ হাজার কোটি টাকা থোক বরাদ্দের আহবান নোমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
চট্টগ্রামের উন্নয়নে ২ হাজার কোটি টাকা থোক বরাদ্দের আহবান নোমানের

চট্টগ্রাম: সরকারের কাছে চট্টগ্রামের উন্নয়নে দুই হাজার কোটি টাকা থোক বরাদ্দের আহবান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

বুধবার দুপুরে নগরীর জামালখানে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান।



তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর ও শুল্ক বিভাগসহ  অন্যান্য খাত থেকে  সরকার পর্যাপ্ত রাজস্ব পায়। সেখান থেকে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে চট্টগ্রামের যে উন্নয়ন হবে তার সুফল ভোগ করবে সারাদেশের মানুষ। ’

এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, রাজশাহী বিভাগ শ্রমিক দল সভাপতি এএম নাজিম উদ্দিন, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইনামুল হক, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মাহবুবুর রহমান শামীম, আনোয়ার হোসেন, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, বিএনপি নেতা এমএ সবুর, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, যুবদল নেতা আবুল হাশেম বক্কর, শাহেদ বক্স, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারসহ নোমান সমর্থক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

ক্ষমতাসীনদের সমালোচনা করে নোমান বলেন, ‘সরকার যেভাবে বিরোধীদলের উপর নির্যাতন চালাচ্ছে ও নাম পরিবর্তনের সংস্কৃতি চালু করেছে তাতে বোঝা যাচ্ছে এ সরকার সফল হবেনা। ’
 
‘৭১ সালে অনেক ক্ষমতা নিয়েও পাকিস্তানের মহানায়করা টিকতে পারেনি বলে স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগকে নোমান বলেন, ‘আপনারা তো আমাদের ভাই। আপনাদের শক্তি আমাদের কাছাকাছি। যখন ধরবো তখন আপনারাও পরাজিত হবেন। এটা সময়ের ব্যাপার মাত্র। ’

চট্টগ্রাম থেকে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।
 
নোমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগে চট্টগ্রামে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে সেগুলোকে চট্টগ্রামবাসীর জন্য সরকারের ঈদ উপহার বলে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। এসব প্রকল্প বিএনপির আমলে নেওয়া। প্রধানমন্ত্রী সেগুলোকে আওয়ামী লীগ সরকারের কার্যক্রমের অংশ হিসাবে উদ্বোধন করেছেন। ’

বিএনপি ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত চট্টগ্রামে সাত হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।