ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬ বিভাগে মানববন্ধন করবে বিপিপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ১১, ২০২২
মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬ বিভাগে মানববন্ধন করবে বিপিপি

ঢাকা: নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছয় বিভাগীয় সদরে মানববন্ধন করবে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)।  

চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে এ কর্মসূচি পালিত হবে।



শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  

বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে এবং মহাসচিব মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, রফিকুল ইসলাম খান রনো, আতিকুর রহমান লিটন, প্রেসিডিয়াম সদস্য মাহাবুব খোকন প্রমুখ।

সভায় নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করা হয়।  

একইসঙ্গে সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।