ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘দেশের স্বাধীনতাবিরোধীদের বিরুদ্বে সজাগ থাকতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
‘দেশের স্বাধীনতাবিরোধীদের বিরুদ্বে সজাগ থাকতে হবে’

ঢাকা: সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সাধারণ সভা আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদোগে খলিফা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বর শাহ আলী বাগে অনুষ্ঠিত খলিফা সম্মেলনে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।

ট্রাস্টের বার্ষিক রিপোর্ট পেশ করেন মহাসচিব মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী।

সভাপতির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মাধ্যমে সারাদেশে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। গত কয়েক দিন আগে সিলেটে বন্যার্তদের পাশে থেকে ট্রাস্টের সদস্যরা অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ত্রাণ সহায়তা করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি), আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরাম, মইনীয়া মহিলা ফোরাম, সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.) ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধের ৯ মাস মাইজভাণ্ডার দরবার শরিফে লাল-সবুজের পতাকা উড্ডীন ছিল। তাই মাইজভাণ্ডার দরবার শরিফ সবসময় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। মাইজভাণ্ডারী অনুসারিরাও সর্বদা এ মহৎ কাজে সহযোগিতা করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু বলেছেন, আমার বাবা মাইজভাণ্ডারের বড় খাদেম ছিলেন। সেই হিসেবে আমিও এই দরবারের একজন ভক্ত। সৈয়দ মইনুদ্দীন আহমদ হুজুরের কাছে আমি দীর্ঘদিন যাতায়াত করেছি। এখন দাওয়াত পাইনা বিধায় আসি না। ভবিষ্যতে দাওয়াত পেলে আসব। আমি যখন ওয়ার্ড কমিশনার ছিলাম তখন মায়া চৌধুরীর সঙ্গে এসেছিলাম।

তিনি বলেন, আমি সুফিবাদকে সম্মান করি। আমিও সুফিবাদের লোক। আপনারা যেকোনো সহযোগিতা আমার কাছে পাবেন। কারণ আমিও মাজার ভক্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল-হাসানী, কার্যকরী সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী।

বক্তব্য রাখেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব আলহাজ শাহ্ মো: আলমগীর খান আল-মাইজভাণ্ডারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জালাল উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের আহ্বায়ক মুফতী খাজা বাকী বিল্লাহ আল-আযহারী, মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরী, মাওলানা আব্দুস ছাত্তার সিদ্দিকী, মাওলানা মাকসুদুর রহমান, মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের আহ্বায়ক ঢালী কামরুজ্জামান হারুন, যুগ্ন আহ্বায়ক মহি উদ্দীন আহমেদ, সদস্য সচিব মো: ইব্রাহিম মিয়া, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহ্ মো: আসলাম হোসাইন, হাবিবুর রহমান পায়েল, চৌধুরী মো: হোসেন, জুনায়েদ সিদ্দিকী, জামাল খান প্রমুখ

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।