ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ভোলায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ভোলায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক 

ভোলা: গোপন বৈঠককালে জিহাদি বইসহ ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যার পর সদর উপজেলার ইলিশা ইউনিয়নের শহরের জংশন বাজার মাওলানা মোফাজ্জল হোসাইন স্মৃতি পরিষদ ও ইসলামি পাঠাগার থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- মো. হারুনুর রশিদ, মো. নুরুল ইসলাম, মো. বেলায়েত হোসেন, মো. আলম, মো. আকতার হোসেন, মো. আব্দুল্লাহ, মো. রুহুল আমিন ও মো. ফারুক।

পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ ওই পাঠাগারে অভিযান চালায়। এসময় বিপুল সংখ্যক জিহাদি বইসহ আট নেতাকর্মীকে আটক করা হয়।  

গোপন বৈঠক করে শহরে নাকশতা করার পরিবল্পনা করা হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।