ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

তৃণমূলে তৎপর হওয়ার নির্দেশ খালেদার

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
তৃণমূলে তৎপর হওয়ার নির্দেশ খালেদার

ঢাকা: ডিসেম্বরে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে টার্গেট করে জ্যেষ্ঠ নেতাদের তৃণমূল পর্যায়ে দলীয় তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় সূত্র জানিয়েছে, সর্বশেষ গত মঙ্গলবার স্থায়ী কমিটির  বৈঠক সংসদে ফেরা না ফেরার সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়ে যায়।

এ সত্ত্বেও শহরের রাজপথ থেকে গাঁয়ের মেঠোপথে গণসংযোগ বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন বিএনপিপ্রধান। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দিয়েছেন দলীয় কর্মসূচিতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ানো ও সরকারবিরোধী জনমত তৈরিতে মনোযোগী হতে  ।

পাশাপাশি তিনি কেন্দ্রীয় ও জেলা নেতাদের এলাকায় এলাকায় গণসংযোগ ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন।

তিনি মনে করছেন, এর ফলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের দূরত্ব কমে আসবে। সেইসঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক প্রতিপক্ষকে সামলানোর সক্ষমতাও বাড়বে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বাংলানিউজকে বলেন, ‘আমাদের নেত্রী এক মাসের মধ্যে স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সব সদস্যকে মাঠ পর্যায়ে কর্মী সম্মেলন আয়োজনের আহবান জানিয়েছেন। পাশাপাশি বিশিষ্ট জনদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালানোর নির্দেশ দিয়েছেন। ’

খালেদা জিয়া সব সময়ই কেন্দ্রীয় নেতাদের যার যার নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে থাকেন বলেও জানান হান্নান শাহ।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘ম্যাডাম (খালেদা) সব সময়ই যার যার এলাকায় বেশি সময় দেওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি জ্যেষ্ঠ নেতাদের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। ’

স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাকর্মীরা সব সময় মাঠ পর্যায়ে কাজ করুন চেয়ারপারসন তা চান। তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে এলাকায় বেশি সময়  কাটানোর ওপরও গুরুত্ব দিয়ে থাকেন তিনি। চেয়ারপারসন আরও মনে করেন, দল আরও শক্তিশালী করতে ও দলের প্রতি জনসমর্থন বাড়াতে হলে নেতাদের সাধারণ মানুষের কাছে যেতেই হবে। ’

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘ম্যাডাম সব সময়ই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের খবরাখবর নেওয়ার তাগিদ দেন। তিনি সাধারণ মানুষের কাছে যাওয়ার কথাও বলেন। যার যার নির্বাচনী এলাকায় বেশি সময় দেওয়ারও পরামর্শ দেন তিনি। ’

আলতাফ হোসেন চৌধুরী আরও জানান, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তৃণমূলের দূরত্ব কমিয়ে আনতে থানা ও ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা ও গণসংযোগ চালানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, ‘চেয়ারপারসন জ্যেষ্ঠ নেতাদের সাধারণ মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলের কর্মী-সমর্থক বাড়ানোর কথাও বলেছেন তিনি। ’

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।