ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার ঈদুল আজহা কাটাবেন তার গুলশানের বাসায়। এদিন দলীয় নেতাদের সাক্ষাত দেবেন কিনা তা এখনও জানায়নি দলটি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। এবারের ঈদুল আজহাও তিনি সেখানে কাটাবেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে যেতে পারছেন না। সম্প্রতি করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে উত্তরার বাসায় অবস্থান করছেন তিনি। এবার তিনি ঢাকাতেই ঈদ করবেন।

এছাড়াও ঢাকাতে ঈদ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আর ঢাকার বাইরে ঈদ করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ)।  

এছাড়া একটি সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ আইনি জটিলতায় এখনও আসামের শিলংয়ে আটকা আছেন। তার এবারের ঈদও সেখানে কাটবে।

দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায়, আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামে, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ঢাকায়, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ঢাকায়, বরকত উল্লাহ বুলু নোয়াখালীতে, মোহাম্মদ শাহজাহান নোয়াখালীতে, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ঢাকায়, আব্দুল আউয়াল মিন্টু ঢাকায়, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায়, শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায়, অ্যাডভোকেট আহমেদ আজম খান টাঙ্গাইলে, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বরিশালে ও সাংবাদিক শওকত মাহমুদ ঢাকায় ঈদ করবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদীন ফারুক নোখায়ালীতে, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ঢাকায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান কেরানিগঞ্জে, উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া লক্ষীপুরে, মিজানুর রহমান মিনু রাজশাহীতে ঈদ করবেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায়, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালীতে, মজিবুর রহমান সরোয়ার বরিশালে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকায়, খায়রুল কবির খোকন নরসিংদীতে, হাবিব উন নবী খান সোহেল ঢাকায়, হারুন অর রশিদ এমপি চাপাইনবাবগঞ্জে ঈদ উদযাপন করবেন।

দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জে, মাহবুবের রহমান শামীম চট্টগ্রামে, সাখাওয়াত হোসেন জীবন সিলেটে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের ত্রিশালে, বিলকিস জাহান শিরিন বরিশালে, শামা ওবায়েদ ফরিদপুরে, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ঢাকায়, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষীপুরে, আন্তর্জাতিক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার ঢাকায়, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি ঢাকায় ঈদ করবেন।

আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ঢাকায়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জে, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু ঢাকায়, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আবদুস সাত্তার পাটোয়ারী ঢাকায় ঈদ করবেন।

ঢাকায় ঈদ করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহানগর উত্তরের সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ঢাকায়, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ঢাকায়, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঢাকায়, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঢাকায়, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ঢাকায়, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বরিশালে, শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার হোসেইন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম ঢাকায় ঈদ করবেন।  
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল হজ পালনে সৌদি আরবে রয়েছেন।

এদিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাদের এবারের ঈদও কারাগারেই কাটবে।

এছাড়াও ঢাকায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।