ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

রাজনীতি

তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

বরিশাল: দীর্ঘ এক দশকের বেশি সময় পরে মাত্র তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মো. রইজ আহম্মেদ মান্নকে আহবায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

বাকি ২৯ জনকে সদস্য করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।

তাদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তিন মাসের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার এ আহবায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

মো. রইজ আহম্মেদ মান্ন

উল্লেখ্য ২০১১ সালে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তখন মহানগর ছাত্রলীগে জসীম উদ্দিনকে সভাপতি, অসীম দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং তৌসিক আহম্মেদ রাহাতকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সবশেষ গত বছরের ২৫ মে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।