ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

রাজনীতি

তারেক রহমানের চরিত্র খারাপ: মির্জা আজম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
তারেক রহমানের চরিত্র খারাপ: মির্জা আজম

জামালপুর: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম বলেছেন, তারেক রহমানের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) চরিত্র খারাপ হওয়ায় স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন এবং তিনি কয়েক বারে এসএসসি পাশ করেছিলেন।  

রোববার (২৪ জুলাই) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জের প্রস্তাবিত গামারিয়া কলেজ মাঠে দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মির্জা আজম বলেন, 'জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে ৫ বছরে ১৩ শ' খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের অন্যায়ভাবে বিনা দোষে হত্যা করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধকে ধ্বংস করে রাজাকার, আল-বদরদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন। শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।  

তিনি আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় তার জেল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় তিনি নিজ বাসায় থাকার সুযোগ পাচ্ছেন।

তিনি দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিসেস ফারীন হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান । তিনি বিএনপির প্রার্থীকে এবং অন্যদের ভোট না দিয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ করেন ।  

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বকর সিদ্দিক । কর্মীসভায় আরো বক্তব্য রাখেন- ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর ২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান ,জামালপুর ১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকীবিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।  

আগামী ২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ এবং নারী ভোটার ১৫ হাজার ৪৪৭ জন। ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।