ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

‘দেশে এখন সাহারা খাতুনের মতো কর্মীবান্ধব নেতৃত্বের অভাব’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
‘দেশে এখন সাহারা খাতুনের মতো কর্মীবান্ধব নেতৃত্বের অভাব’ কথা বলছেন কামরুল ইসলাম। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: ‘দেশে এখন সাহারা খাতুনের মতো কর্মীবান্ধব নেতৃত্বের অভাব রয়েছে। ১/১১ আন্দোলনে নেত্রী গ্রেফতার হলে সাহারা আপা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

একই সঙ্গে আইনি লড়াইও শুরু করেছিলেন তিনি। ’

সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, সব আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে থাকতেন সাহারা খাতুন। আওয়ামীলীগের নেতাকর্মীদের দুঃসময় দেখলে তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি। বিএনপির সময় মিথ্যা মামলায় নেতাকর্মীদের আইনি লড়াই করেছিলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সংলাপের কোনো দাওয়াত দেননি। আওয়ামী লীগের কোনো দুর্বলতা নেই। এটা নিয়ে বিএনপি অপব্যাখ্যা দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।  

আলোচনা সভায় উপ বঙ্গবন্ধু একাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) ও আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এনবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।