ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভোলায় সদ্য ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলে দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
ভোলায় সদ্য ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলে দাবি

ভোলা: ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও হাইব্রিডদের পদে রাখায় প্রতিবাদ ও ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৩ আগস্ট) সকালে ভোলা স্বেচ্ছাসেবক লীগের পদ বঞ্চিত একটি অংশ এ কমসূচি পালন করেন।

স্বেচ্ছাসেবক লীগের একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা প্রেসক্লাব চত্বরে অবস্থান করে মানববন্ধন করে। এ সময় তারা সদ্য ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবি জানান।

কমসূচিতে বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, সদস্য, মাকসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন মিয়াজী, রাকিব হাসান, এম রহমান রুবেল প্রমুখ।

গত ২৪ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে মো. আবু সায়েমকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারনণ সম্পাদক করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।