ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সিলেটের রাজপথে বিক্ষোভ মিছিল করলো আ. লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
সিলেটের রাজপথে বিক্ষোভ মিছিল করলো আ. লীগ

সিলেট: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

বুধবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

এতে শতশত নেতাকর্মী অংশ নেন।  
বিএনপি-জামায়াত ‘অপশক্তির মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির’প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
 
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
 
মিছিলে যোগ দেন আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতাকর্মীরাও।
 
দলীয় সূত্র জানায়, এতদিন কেবল অভ্যন্তরীণ সভা-সেমিনারে ব্যস্ত সময় পার করেছেন নেতারা। এবার জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা  একসঙ্গে রাজপথে নামলেন।
 
কর্মসূচিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ও জামায়াতের ‘ষড়যন্ত্রমূলক রাজনীতি’ বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়।
 
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।